বটতলায় স্বচ্ছ ভারত অভিযানে মুখ্যমন্ত্রী

ত্রিপুরা আগরতলা : দেশের মানুষদের মধ্যে দেশাত্মবোধের চিন্তা-ভাবনাকে জাগ্রত করার জন্যই হর ঘর তিরঙ্গা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।হর ঘর তিরঙ্গা স্লোগানের মূল উদ্দেশ্য হচ্ছে যারা দেশের জন্য শহিদ হয়েছেন তাদেরকে সম্মান প্রদর্শন করা। হর ঘর তিরঙ্গা মানে প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা। সোমবার নিজ বিধানসভা কেন্দ্রে এক কর্মসূচীতে অংশ নিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ২০২২ সালে স্বাধীনতা দিবসকে সামনে রেখে তিন দিন ব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০২৩ সালের পরে এবছরও এ ধরণের কর্মসূচী গ্রহণ করেছে কেন্দ্র। সারা দেশের সঙ্গে রাজ্যেও পালন করা হবে এবারো। এরই অঙ্গ হিসেবে ৭৮ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে টাউন বরদোয়ালি মন্ডলের উদ্যোগে হয় স্বচ্ছ ভারত অভিযান।রাজধানীর বটতলা এলাকায় হয় সাফাই কর্মসূচী। এদিন সকালে এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী শিব মন্দিরে পূজা দিয়ে কর্মসূচীতে অংশ নেন।এই স্বচ্ছ ভারত অভিযানে উপস্থিত ছিলেন এলাকার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও রাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যরা। ১৫ আগস্ট পর্যন্ত সরকারি ভাবে শুধ্য নয়, প্রদেশ বিজেপির তরফেও রয়েছে বিভিন্ন কর্মসূচী।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল