ঝুলন যাত্রাকে কেন্দ্র করে সেজে উঠেছে জগ্নন্নাথ ও ইসকন মন্দির

আগরতলা : প্রতিবছর মহাধুমধামে রাজধানীর জগন্নাথ জিউ মন্দির ও ইসকন মন্দিরে ঝুলন যাত্রা উৎসব পালন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। সাজিয়ে তোলা হয়েছে দুই মন্দিরই। রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরের ভক্তি কমল মহারাজ জানান ঝুলন যাত্রাকে কেন্দ্র করে জগন্নাথ জিউ মন্দিরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। থাকবে বিভিন্ন অনুষ্ঠান। ঝুলন পূর্ণিমা হল শ্রীকৃষ্ণের অনুগামীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের বড়ো উৎসব। দোলনা সাজানো, ভক্তিমূলক গান, নাচ, সব মিলিয়ে রাধাকৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ উৎসব। ভারতের এই উৎসবে দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে। নবদ্বীপে ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণ। বৃন্দাবন, মথুরা আর ইসকন মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই ঝুলন। ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী