মহারাজা বীর বিক্রমকে স্মরণ প্রদেশ বিজেপির তরফে

আগরতলা : মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের চিন্তাধারাকে সকলের কাছে পৌঁছে দেওয়া বিজেপির মূল লক্ষ্য।মহারাজা ছিলেন আধুনিক ত্রিপুরার রুপকার। তিনি সর্বক্ষেত্রে মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন। বীর বিক্রমের জন্মদিনে একথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এবছর উনার ১১৬ তম জন্মদিন। এদিন সকালে প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত সকলে মহারাজার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা।

Related posts

ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিবের হাত ধরে উদ্বোধন হল কাজল স্মৃতি ফুটবল আসরের

চারতলা ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

২৯ জানুয়ারি উদ্বোধন হবে শিল্প ও বাণিজ্য মেলার