২১ তম রাখী বন্ধন উৎসব পালন নবদিগন্তের

আগরতলা : সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে প্রতিবছরের মতো এবারো রাখী পূর্ণিমার দিন রাখী বন্ধন উৎসব পালন করলো রাজধানীর জয়নগরের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নবদিগন্ত। এবছর তাদের ২১ তম রাখী বন্ধন উৎসব। সোমবার সংস্থার সদস্য- সদস্যারা জয়নগর- দশমীঘাট সড়কে পথ চলতি লোকজন, এলাকার ব্যবসায়ী সহ সকলের হাতে রাখী পরিয়ে দেন ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে। সংস্থার এক সদস্য জানান সৌভাতৃত্বের বন্ধনকে অটুট রাখার জন্য ওনারা প্রতিবছর রাখি বন্ধন উৎসব পালন করে থাকেন। এদিন তিনি বলেন, ভাইদের যেমন বোনরা রক্ষা করতে হবে তেমনি বোনদেরও ভাইদের রক্ষা করতে হবে—এই বার্তাই এদিন দেন তারা।

Related posts

ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিবের হাত ধরে উদ্বোধন হল কাজল স্মৃতি ফুটবল আসরের

চারতলা ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

২৯ জানুয়ারি উদ্বোধন হবে শিল্প ও বাণিজ্য মেলার