বন্যার্তদের পাশে দাঁড়ানোর বিজেপির তরফে ধন্যবাদ জানানো হয় বিভিন্ন সংস্থাকে

আগরতলা : বর্তমান বিজেপি সরকার দুঃসময়ে মানুষের পাশে আছে। এই সরকার মানবিক। প্রতিকুলতা বাধা যতই আসুক না কেন উন্নয়ন এবং অগ্রগতিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জনগণের জন্য সমর্পিত এই বিজেপি জোট সরকার। রবিবার সাংবাদিক সম্মেলনে এই কথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস, মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। মুখপাত্র বলেন, শনিবার মন্ত্রিসভার বেশকিছু সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে। এতে বিভিন্ন দপ্তরের নতুন নিয়োগ কিংবা নিয়োগ পত্র ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। এনিয়ে বলতে গিয়ে সুব্রত চক্রবর্তী বলেন, সময়োপযোগী, মানবিক যে সিদ্ধান্ত গুলি গ্রহণ করা হয়েছে, এর জন্য বিজেপি ত্রিপুরা প্রদেশের তরফ থেকে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সকল সদস্যকে অভিনন্দন জানানো হয়। তিনি বলেন বর্তমান সরকার, মানুষের দুঃখ যন্ত্রণায় সব সময় পাশে রয়েছে। প্রত্যেকের জীবন মানের উন্নয়ন যাতে হয় সরকারের তরফে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। পাশাপাশি মুখপাত্র আরও বলেন, বন্যায় দুর্গতদের সাহায্যে সাংবাদিক, সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন সংস্থা, ব্যক্তি সহ সকলে যেভাবে এগিয়ে এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন