বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি বাম নারী সংগঠনের

আগরতলা : সামাজিক দায়বদ্ধতা থেকে ফের বন্যার্তদের সাহায্যে নারী সমিতি। নারীদের অধিকার আদায় কিংবা নারী নির্যাতনের বিরুদ্ধে শুধু বাম নারী সংগঠন লড়াই করে না, সমাজের সব অংশের মানুষের জন্য সংগ্রাম করে থাকে। সামাজিক দায়বদ্ধতা থেকে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এবার এগিয়ে এসেছে বন্যার্তদের সাহায্যে। সম্প্রতি বন্যায় ভয়াবহ অবস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকজনের। এই অবস্থায় শুধু বন্যার্তদের মধ্যে পোশাক নয়, খাদ্য সামগ্রীও বিলি করে আসছে। সোমবার সংগঠনের সদর বিভাগের তরফে রাজ্য কার্যালয়ে বন্যা দুর্গতদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করেন। এদিন ১৩০ জন মহিলার হাতে খাদ্য সামগ্রী সংগঠনের নেত্রিরা তুলে দেন। উপস্থিত ছিলেন নারী নেত্রিত্ব রমা দাস, ছায়া বল, কৃষ্ণা মজুমদার, কৃষ্ণা রক্ষিত, রমণী দেববর্মা, রূপা গাঙ্গুলি, স্বপ্না দত্ত, মিতালী ভট্টাচার্য, সিপিএম সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলি সহ অন্যরা। আগামীদিনেও মানুষের সাহায্যে যাতে সংগঠন এগিয়ে আসতে পারে সেজন্য সমাজের শুভাকাংখিরা যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেন এই আহ্বান সদরের বিভাগের সম্পাদিকার।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন