মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজধানীতে সাড়া জাগানো রক্তদান শিবির

আগরতলা : রক্তদানের মাধ্যমে মুমুর্ষ রোগীর জীবন দান করা সম্ভব বলে রক্তদাতাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সোমবার জ্যাকসন গেট স্থিত একদন্ত সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন একজন পূর্ণবয়স্ক মানুষ রক্তদান করলে শরীর সুস্থ থাকে। একজন মুমুর্ষ রোগীকে জীবন দেয় এই রক্ত।এমন অনেক অপারেশন আছে যেখানে রক্তক্ষরন বেশী হয় সেখানে রক্তের প্রয়োজন হয়। বর্তমান সময়ে একজন ব্যক্তি রক্ত দিলে চার চারজন মুমুর্ষ রোগীকে বাঁচানো সম্ভব হয়। তাই এদিন রক্তদান শিবির রক্তদাতাদের ধন্যবাদ জানান তিনি। সম্প্রতি রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন প্রাকৃতিক এই দূর্যোগে কেন্দ্র সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্যের সরকার ও বেসরকারি সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এর জন্য তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার,কর্পোরেটর সহ অন্যান্যরা। একদন্ত সামাজিক সংস্থার পক্ষ থেকে বন্যা দুর্গতদের এক লাখ টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করে।এদিকে শিবিরকে ঘিরে বেশ সাড়া পড়ে।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে