বন্যার্তদের পাশে দাঁড়াল বহ্নিজ্যোতি সামাজিক সংস্থা

আগরতলা : বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছে বিভিন্ন সংস্থা, সংগঠন। এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল বহু কর্মমুখী সামাজিক সংস্থা বহ্নিজ্যোতি।

সংস্থার তরফে আগরতলার দুটি এলাকায় লোকজনের মধ্যে বিভিন্ন সামগ্রী বিলি করা হয়। বন্যা কবলিত আড়ালিয়া ও বলদাখাল অঞ্চলের ২০০ পরিবারের হাতে খাদ্য, শিক্ষা সামগ্রী ও অন্যান্য গৃহস্থালি সামগ্রী তুলে দেওয়া হয়।দুঃস্থ গরীব মানুষের পাশে দাঁড়াতে “বহ্নিজ্যোতি” সর্বদাই অঙ্গীকারবদ্ধ।সংস্থার এ ধরণের প্রয়াস সত্যি প্রশংসাড় দাবি রাখে।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী