রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনের শূন্য আসনে ভোট গ্রহণ

আগরতলা : রাজ্যসভায় রাজ্যের একমাত্র আসনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য-র জয় নিশ্চিত। তিনি মোট ৪৭ টি ভোট পাবেন। ত্রিপুরার একমাত্র রাজ্যসভার শূন্য আসনের উপ-নির্বাচনের ভোট নেওয়া হয় মঙ্গলবার। উপভোটে দ্বিমুখী লড়াই হয়। বিজেপির প্রার্থী হয়েছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আর প্রধান বিরোধী দল সিপিএম-র প্রার্থী প্রাক্তন বিধায়ক সুধন দাস। এদিন সকালে বিধানসভার লবিতে হয় ভোট গ্রহণ। সকাল ৯ টা শুরু হওয়া ভোট চলে বিকেল ৪ টা পর্যন্ত। এদিন ভোট গ্রহণ শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী, রতন লাল নাথ সহ শাসক জোটের বিধায়ক- মন্ত্রীরা ভোট দান করেন। ভোট দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ অন্যরা। তবে লোকসভার ভোট বয়কট করেছে কংগ্রেস। ভোট দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত সকলে জানে। কিন্তু সিপিআইএম জয় পরাজয়ের জন্য ভোটে লড়াই করছে না। বিজেপির নীতির বিরুদ্ধে সিপিএম-র লড়াই জারি রয়েছে। এদিন মন্ত্রী- বিধায়কদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি