মুখ্যমন্ত্রীর ঘোষণায় উপকৃত হবেন রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্তরা

আগরতলা : সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রান ও পরিকাঠামো নির্মাণের জন্য বিভিন্ন দপ্তরের মধ্যে ভাগ করে ৫৬৪ কোটি টাকা দেওয়া হয়েছে। শুক্রবার বিধানসভায় এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের বন্যা ক্ষতিগ্রস্তরা। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস। উপস্থিত ছিলেন মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। তিনি জানান এর মধ্যে খাদ্য ও জনসংভরন দপ্তরে দেওয়া হয়েছে ১৭০ কোটি টাকা। কৃষি ক্ষেত্রে সহযোগিতা করতে ১৫ কোটি টাকা রাখা হয়েছে। মাছ চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই মৎস্য চাষীদের সহযোগিতা করতে সরকার ১০ কোটি টাকা রেখেছে। অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর হল পশু পালন দপ্তর। এবার বন্যায় বহু পশু ক্ষয়ক্ষতি হয়েছে। তার জন্য প্রায় পাঁচ কোটি টাকা রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্র বড় ক্ষতি হয়েছে রাজ্যের। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জলমগ্ন হয়েছে। তাই এই গুলো সংস্কার করতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কাটিয়ে উঠতে ১২ কোটি টাকা রাখা হয়েছে। পূর্ত দপ্তর এবং ডি ডব্লিউ এস-এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে পি ডব্লিউ ডি এবং ডিডাব্লিউএস দপ্তরে রাখা হয়েছে ৫০ কোটি টাকা।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন