সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত গণেশ চতুর্থী

আগরতলা : গণেশ চতুর্থীতে মাতল রাজ্য। শনিবার সারা দেশের সঙ্গে রাজ্যেও পালিত হচ্ছে গণেশ চতুর্থী।শনিবার উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। নিউজ টুডে পরিবারও গণেশ আরাধনায় ব্রতী হয়েছে। পারিবারিক পুজোর পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন ক্লাবের উদ্যোগেও হচ্ছে গণেশ আরাধনা। পুজো প্যান্ডেলগুলিকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। ১০ দিন ব্যাপী এই উৎসবের শেষ দিনে গণেশ বিসর্জনও বেশ আকর্ষণীয়।

এদিন মহাসমারোহে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে গণেশ পূজা। এদিন বিভিন্ন ক্লাব, মন্দির, বাড়ি এমনকি স্বেচ্ছা সেবী সংস্থার তরফে হয় গণেশ পূজা। আগরতলা মেলারমাঠ কালি মন্দির, ফুটপাত হকার সংগ্রাম সমিতি সহ বিভিন্ন সংস্থা পূজার আয়োজন করে। ফুটপাত হকার সংগ্রাম সমিতির এবছর গণেশ পূজা তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। এবছর তারা বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। বন্যা দুর্গত লোকজনের মধ্যে রবিবার বস্ত্র বিলি করবে শহরের বিভিন্ন জায়গায়।

এদিন সন্ধ্যার পর থেকেই আলোকমালায় সেজে উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকা। আয়োজন করা হয়েছে কোথাও কোথাও সেবা মূলক অনুষ্ঠান। তিন- চারদিন মেতে উঠবেন আবাল বৃদ্ধ বনিতা গণেশ আরাধনায়।

Related posts

Govt committed to provide quality, digital education: CM

ননীগোপাল স্মৃতি ফুটবল আসরে অনূর্ধ্ব- ১৩ ও ১৭ বিভাগে শিরোপা দখল গোমতী জেলার

২০১১ সালে জনগণনার সময় জাতিগত জনগণনার বিরোধিতা করে কংগ্রেস—রাজীব