গ্রামীণ ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়ে সম্মেলন

MG 0876

আগরতলা : সারা দেশের গ্রামীণ ব্যাঙ্ক গুলিকে একত্রিত করে রুরাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে একটি ব্যাঙ্ক করার দাবি ফের জোরালো হল। রবিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ এসোসিয়েশনের পঞ্চম দ্বি-বার্ষিক সম্মেলনে এই দাবিতে ফের সরব হন প্রতিনিধিরা।প্রতি দুই বছর পর পর সংগঠনের সম্মেলন হয়। গঠিত হয় নতুন কমিটি।রাজধানীর জগন্নাথ বাড়ি রোডস্থিত স্টুডেন্ট হেলথ হোমে হয় সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন প্রখ্যাত শিল্পী তথা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী নেতৃত্ব পান্না লাল দত্ত। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ এসোসিয়েশনের বর্তমান সম্পাদক জানান সম্মেলনে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয় এবং আগামী কর্মসূচী ঠিক হয়। সম্মেলনে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা আসেন।উপস্থিত ছিলেন এনএফআরআরআরবি.এস-এর সাধারন সম্পাদক গণপতি হেগরে, আব্দুল সঈদ খাঁন, জিবেশ চক্রবর্তী সহ অন্যান্যরা।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়