রাজ্যে ফিরে এসে সাংবাদিক সম্মেলন এন এল এফ টি- এ টি টি এফ নেতাদের

আগরতলা : দিল্লিতে শান্তি চুক্তির পর রবিবার রাজ্যে ফিরে আসেন দুই জঙ্গি গোষ্ঠীর নেতারা। আগরতলা মানিক্য কোর্টে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। এন এল এফটির সাধারণ সম্পাদক বলেন,আপাতত উন্নয়নের দিকে নজর দেওয়া হবে। জনগণের জন্য কাজ করা হবে। চলতি মাসের ৪ তারিখ দিল্লিতে শান্তি চুক্তি হয় রাজ্যের বৈরী গোষ্ঠী এনএলএফটি, এটিটিএফের সঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, সাংসদ বিপ্লব কুমার দেব, তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের উপস্থিতিতে দিল্লিতে শান্তি চুক্তি হয়েছে। চুক্তির পর রাজ্যে ফিরে এসে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন দুই বৈরী সংগঠনের নেতারা। এদিন আগরতলা মানিক্য কোর্টে হয় সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন তিপ্রা মথার বিধায়ক রণজিৎ দেববর্মা,এন এল এফ টি-র নেতা বিশ্ব মোহন দেববর্মা, সাধারণ সম্পাদক উপেন্দ্র রিয়াং, পরিমল দেববর্মা, এটিটিএফ-র সভাপতি হরেন্দ্র দেববর্মা সহ অন্যরা। চুক্তি নিয়ে বলতে গিয়ে এন এল এফ টির সাধারন সম্পাদক বলেন, বর্তমান কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ভালো কাজ করছেন। কেন্দ্রের সরকারের আবেদনে সাড়া দিয়ে দিল্লি গিয়ে শান্তি চুক্তি করেছেন তারা। বর্তমান সরকারের আন্তরিকতা আছে। পূর্বতন সরকারের চেয়ে অন্য রকম বর্তমান সরকার। তিনি বলেন, আপাতত জনগণের জন্য উন্নয়নের কাজ করা হবে। এছাড়াও বিভিন্ন বিষয়ে তারা সাংবাদিকদের প্রশ্নোত্তর দেন।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী