সিনিয়র ক্লাব লিগে ৩-১ গোলে জুয়েলস এসোসিয়েশনকে হারাল লাল বাহাদুর

আগরতলা : সিনিয়র ক্লাব লিগে ৩-১ গোলে জুয়েলস এসোসিয়েশনকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল লালবাহাদুর ব্যায়ামাগার। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যাম সুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লিগ ফুটবল আসরে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় লালবাহাদুর ব্যায়ামাগার ও জুয়েলস্ এসোসিয়েশন। সোমবার রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে হয় ম্যাচটি। ম্যাচটি ৩-১ গোলের ব্যবধানে জয় লাভ করে লিগে জয় অব্যাহত রাখলো লালবাহাদুর। এদিন ম্যাচে লালবাহাদুর ব্যায়ামাগারের হয়ে জোড়া গোল করে খেলার ৩৮ ও ৪৫ মিনিটে ভানলাল। একটি গোল করে খেলার ৪৮ মিনিটে বিশ্বজিৎ দেববর্মা। বিপরীতে জুয়েলস্ এসোসিয়েশন এর হয়ে একটি গোল করে খেলার ৫৪ মিনিটে এম সি যোথাম্স। যদিও এদিনের ম্যাচের শেষ সময়ে এসে বিপাকে পড়ে লালবাহাদুর ব্যায়ামাগার। ম্যাচের ৮৭ মিনিটে লালবাহাদুর ক্লাবের ফুটবল ভক্ত সাধন জমাতিয়া জোড়া হলুদ কার্ড দেখার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে ম্যাচ শেষে মাঠে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় ম্যাচ পরিচালনা দায়িত্বে থাকা রেফারি সত্যজিৎ দেবরায় এর এই সিদ্ধান্তে।

Related posts

আম্বেদকর নিয়ে অমিত শাহ-র মন্তব্যের প্রতিবাদ জানাল তপশিলি জাতি সমন্বয় সমিতি

সেজে উঠছে রাজধানীর অদূরে আল্পনা গ্রাম

২২ দফা দাবি নিয়ে সরব গভর্ণমেন্ট পেনশনাস অ্যাসোসিয়েশন ত্রিপুরা