পুলিস সদরে ডেপুটেশন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের

আগরতলা : আগামী দিনে সাংবাদিকদের উপর কোন আক্রমণের ঘটনা ঘটলে রাজ্য জুড়ে আন্দোলনে নামবে সাংবাদিকরা। সোমবার পুলিস সদরে ডেপুটেশন দিতে গিয়ে এই বার্তা দিয়ে রাখলেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব। রবিবার রাজধানীতে মাঝরাতে সাংবাদিক, চিত্র সাংবাদিক আক্রমণের ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার তিনজন। ঘটনায় সব অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে ডিজি ইন্টেলিজেন্সের সঙ্গে সাক্ষাৎ বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও সংগঠনের।রবিবার মাঝরাতে সাংবাদিক আক্রমণের ঘটনা ঘটে খোদ রাজধানীতে। ঘটনাটি ঘটে মাঝরাতে মঠ চৌমুহনী এলাকায়। রাত প্রায় আনুমানিক ১টা ১৫ মিনিট নাগাদ মঠ চৌমহনী এলাকায় কিছু দুষ্কৃতির হাতে আক্রান্ত হয় কর্তব্যরত ৪-৫ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিক। অভিযোগ রাতে সাংবাদিকরা পেশা দায়িত্ব পালন করতে যাওয়ার সময় হঠাৎ একটি গাড়ি থেকে দুজন ব্যক্তি আচমকায় নেমে মারধর করে প্রসেনজিৎ ভট্টাচার্য নামে এক সাংবাদিককে। তাকে বাঁচাতে গেলে আরো অন্য সাংবাদিকদের উপর আক্রমণ করে দুষ্কৃতকারীরা। সাংবাদিকরা একজন আক্রমণকারীকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। ঘটনা জানতে পেরে সাথে সাথে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। একজন দুষ্কৃতকারীকে থানায় নিয়ে যায়। অভিযোগ অভিযুক্তরা শাসক দলের লোক বলে জানা গেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সরব হন। তারা বিকেলে পুলিস সদরে ডি জি ইন্টেলিজেন্স অনুরাগ ধ্যানকরের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন বরিষ্ঠ বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য, শানিত দেবরায়, নিউজ টুডের সম্পাদক সৌরজিত পাল, হেডলাইন্স ত্রিপুরার সম্পাদক প্রণব সরকার, সহ অন্যরা।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি