সুবিচার চেয়ে পুলিস সদরে যুবক

আগরতলা : তথাকথিত সুশাসনের রাজ্যে মামলা রাখছে না পুলিস। বাধ্য হয়ে পুলিস সদরে এলেন সুবিচার চেয়ে অসহায় এক যুবক। ঘটনা দক্ষিণ জেলার পি আর বাড়ি থানা এলাকায়। জানা গেছে পিআর বাড়ী থানা এলাকার আনন্দপুরের বাসিন্দা সুব্রত শীল। প্রায় দুই বছর আগে একই থানা এলাকায় এক মেয়েকে সামাজিক ভাবে বিয়ে করেন। দেড় বছর তাদের সংসার ঠিকভাবে চললেও স্বামীর অজান্তে অপর এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন বধূ। প্রায় ৬ মাস আগে পরপুরুষের হাত ধরে বাড়ি থেকে চলে যায় যুবতী বধূ। ঘটনা জানিয়ে স্বামী পি আর বাড়ি থানাতে জিডি এন্ট্রি করতে যায়। অভিযোগ থানা নিচ্ছে না জি ডি এন্ট্রি। তাঁর অভিযোগ স্ত্রী বাড়ি থেকে যাওয়ার সময় প্রয়োজনীয় নথিপত্র সহ নগদ অর্থ নিয়ে গেছে। নথিপত্র সহ স্ত্রীকে ফিরিয়ে আনতে পিআর বাড়ি থানায় একটি জিডি এন্ট্রি করার জন্য ৬ বার যাবার পরও খালি হাতে ফিরে আসতে হয় সুব্রতকে। তাই নিরূপায় হয়ে মঙ্গলবার ত্রিপুরা পুলিশের সদর দপ্তরে আসেন তিনি। ডিআইজি -র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ডিআইজি যেন এর সুষ্ঠ বিচার করেন এমনটাই আবেদন করেন হতভাগা সুব্রত শীল।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি