সদস্য সংগ্রহ নিয়ে মহিলা মোর্চার সদস্যতা অভিযান

আগরতলা : দুই ধাপে রাজ্যে হবে বিজেপির সদস্যতা অভিযান। একথা জানান মহিলা মোর্চার সভানেত্রী। তিনি জানান চলতি বছরের সদস্যপদ অভিযান নিয়ে পর্যালোচনা সভা করল ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় পর্যালোচনা সভা। সংগঠনের নেত্রিত্বদের নিয়ে পর্যালোচনা সভা করলেন সংগঠনের সভানেত্রী মিমি মজুমদার। তিনি জানান, রাজ্যে সংগঠনের সদস্য সংগ্রহ দুই লাখের উপরে চলছে। খুব সুন্দর ভাবে চলছে এই অভিযান। সারা ভারতবর্ষে ইতি মধ্যে দুই কোটি সদস্যতা অভিযান সম্পূর্ণ হয়ে গেছে। আগামী দিনে তা আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন তিনি। কারণ দুই ধাপে এবার সদস্য সংগ্রহ অভিযান হচ্ছে। প্রথম পর্যায়ে চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযান চলবে। আর অক্টোবরের ১ তারিখ থেকে ১৮ তারিখ অবধি দ্বিতীয় পর্যায়ে সদস্য সংগ্রহ অভিযান চলবে। সদস্য সংগ্রহ অভিযানে রাজ্যে মহিলা সংগঠনের ইনচার্জ হিসেবে রয়েছেন সংগঠনের সহ-সভানেত্রী মানসী ঘোষ। তিনি জানান, জেলা- মণ্ডল স্তরে চারজন করে ইনচার্জ, কো-ইনচার্জ রয়েছেন। সভানেত্রী বলেন, মহিলাদের জন্য যে উন্নয়ন মোদীজি করেছেন , তাতে সাফল্য অবশ্যই পাওয়া যাবে। বিজেপির সদস্য হওয়ার জন্য আশা, অঙ্গনওয়াড়ি, স্ব-সহায়ক দলের সদস্যরাও যোগাযোগ করছেন বলে তিনি জানান। তিনি আশাব্যক্ত করেন ত্রিপুরাতে এবার রেকর্ড পরিমাণে সদস্য সংগ্রহ অভিযান করা যাবে।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি