চতুর্দশ দেবতা বাড়িতে শুরু হলো ঐতিহ্যবাহী খারচি পূজা

আগরতলা : পুরাতন আগরতলার চতুর্দশ দেবতাবাড়িতে সোমবার থেকে ৭ দিনের খার্চি পূজা শুরু হল। ঐতিহ্যবাহী জাতী উপজাতির মিলনক্ষেত্র এই খারচি উৎসব চলবে সাত দিন। চতুর্দশ দেবতা ত্রিপুরা রাজাদের কুলদেবতা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লঅষ্টমী তিথিতে পুজো শুরু হয়। এদিন ভোরে ১৪টি দেবতাকে হাওড়া নদীর স্নান ঘাটে নিয়ে যাওয়া নিয়ম রীতি অনুসারে। দেবতাদের স্নান করানোর পর মন্দিরে নিয়ে যাওয়া হয়। চতুর্দশ দেবতার কোন অবয়ব নেই। শুধুমাত্র তাঁদের মুখ পুজো করা হয়। তাঁরা হলেন— হর বা শিব প্রধান দেবতা, উমা , হরি, লক্ষ্মী, সরস্বতী, কুমার বা কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব, হিমাদ্রি। পুজোর পুরোহিত হলেন চন্তাই যাকে রাজার প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়। ১৯৪৯ সাল থেকে চুক্তি অনুযায়ী পুজো খরচ সরকার বহন করে। প্রতি বছরের মত এতে এ বছরও ঐতিহ্য মেনে চতুর্দশ দেবতা বাড়িতে সকাল বেলা শুরু হয় পুজো। ভোর থেকেই হাজার হাজার দর্শনার্থী মন্দির প্রাঙ্গনে ভিড় করতে থাকেন। যদি কেউ ভিড় জমান বিভিন্ন প্রান্তের লোকজন।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র