মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন

আগরতলা : মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস প্রতিবছরের মতো এবছরও পালন করা হয়। রবিবার সংগঠনের ৪০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। রবিবার সারা দেশের সঙ্গে রাজ্যেও পালন করা হয় মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে সকালে সংগঠনের পতাকা উত্তোলন করেন মহিলা কংগ্রেসের প্রদেশ সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী। এর পরে প্রয়াত প্রাক্তন প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী, প্রদেশ মহিলা কংগ্রেসের পর্যবেক্ষক মিনা টোকো, মহিলা নেত্রী শ্রেয়সী লস্কর সহ অন্যান্যরা। প্রতিষ্ঠা দিবসের দিনে সংগঠনের একটি ওয়েবসাইটের উদ্বোধন হয়। এছাড়াো এদিন সংগঠনের সদস্য সংগ্রহ অভিযানের সূচনা হয়। প্রদেশ কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে মহিলা কংগ্রেসের মেম্বারশিপ অভিযানের সুচনা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেসের ইনচার্জ মিনা টোকো, প্রদেশ সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান সমগ্র দেশে একটাই আওয়াজ মহিলাদের সুরক্ষার। বর্তমান কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও, বেটি পরাও শ্লোগান দিলেও, তা ব্যর্থ। তাদের অভিযোগ বিজেপি শাসনে দেশেও রাজ্যে মহিলা অপরাধের সংখ্যা বাড়ছে। তাই এসব বন্ধের দাবি জানান তারা।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন