নাগেরজলায় সাড়া জাগানো রক্তদান শিবিরে

IMG 20240915 WA0210

আগরতলা : সমাজে মানব ধর্ম পালন করে চলেছে যান শ্রমিকরা। শ্রমিকরা রক্তদানের আয়োজন করে প্রমান করে দিয়েছে তারা মানুষকে শুধু পরিষেবা দেয় না, পাশাপাশি সমাজের প্রতি তারা কর্তব্য এবং দায়িত্ব পালন করে চলেছে। তাদের এই মহৎ কাজ সত্যিই প্রশংসনীয়। যারা রক্তদানে এগিয়ে এসেছে তারা নিজেরাও জানে না তাদের রক্ত কার শরীরে যাবে। রবিবার রাজধানীর নাগেরজলায় এক রক্তদান শিবিরে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরও বলেন, রক্তের কোন জাত পাত, ধর্ম হয় না। এদিন বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে বাস মালিক সংগঠন, ব্যবসায়ী, ই- রিক্সা, অটো রিক্সা এবং ত্রিপুরা বাস জিপ চালক সংঘ নাগেরজেলা শাখার উদ্যোগে রক্তদান শিবির করা হয়। শিবিরে মেয়র ছাড়াও সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রক্তদানের পাশাপাশি শিবিরে দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচীকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

Related posts

All towns, 583 villages in Tripura already connected by 5g network: CM

ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য সদস্যারা শপথ গ্রহণ করেন

Rising Northeast Investors Summit 2025