আগরতলা : রাজ্যের আইন-শৃঙ্খলা ফের প্রশ্ন চিহ্নের মুখে। এবার চোর অপবাদ দিয়ে রাতের আঁধারে যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ। আক্রান্ত যুবক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। রাতের অন্ধকারে মোবাইল চোর অপবাদ দিয়ে এক যুবককে বেধড়ক ভাবে মারধর। ঘটনা রবিবার রাতে শহরতলীর গান্ধীগ্রাম বাজারে। আক্রান্ত যুবকের নাম মিঠুন নট্ট। রাতে মিঠুন নট্ট বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় এলাকার কতিপয় লোকজন তাকে মাঝ রাস্তায় আটক করে বিদ্যুৎ-এর খুঁটির সাথে বেধে বেধড়ক ভাবে মারধর করেবলে অভিযোগ। পরবর্তী সময় তাকে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খবর পেয়ে থানায় ছুটে যায় পুলিস।পরিবারের লোকজন গিয়ে তাকে প্রথমে নরসিংগড় প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মিঠুন নট্ট-কে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জানা যায় মিঠুন নট্ট-র দুটি পা ও একটি হাত ভেঙ্গে গেছে। আহত যুবক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।আক্রান্ত যুবকের বাবা জানান কিছুদিন আগে এলাকার এক বাড়ি থেকে মোবাইল চুরি হয়ে যায়। সেই সময় মিঠুন নট্ট বাড়িতে ছিল না। তিন চার দিন পর রবিবার মিঠুন নট্ট বাড়িতে আসে।অভিযোগ এর পরেই আক্রমণের ঘটনা ঘটে। দাবি উঠেছে ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে বিচারের।