আগরতলা : সরকার ইচ্ছে করলেই মনিপুরের দাঙ্গা থামাতে পারতো।সেই রাজ্যের মানুষের ওপর লাগামহীন ফ্যাসিস্ট আক্রমণ রুখতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। রবিবার বিকেলে মনিপুরের আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর শ্লোগান তুলে ও মনিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে রাজ্য কৃষকসভা, গণমুক্তি পরিষদ ও রাজ্য ক্ষেত মজুর ইউনিয়নের ডাকে মিছিল শেষে প্যারাডাইস চৌমহনিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন রাজ্য কৃষকসভার সম্পাদক পবিত্র কর।তিনি বলেন শনিবার থেকে ইন্ডিয়ার সাংসদরা মনিপুরের বিভিন্ন সম্প্রদায়ের সাথে কথা বলতে গিয়ে অনেক অপ্রকাশিত তথ্য বেরিয়ে এসেছে তা ভয়াবহ মানব সভ্যতার কলঙ্কজনক অধ্যায় মনিপুর।যা উনারা সাংবাদিক সম্মেলন করে জানাবেন।তিনি বলেন ইরাবত সিংহ সহ বিশাল সংখ্যক স্বাধীনতা সংগ্রামীদের রাজ্য মনিপুর।সমস্ত বিশ্ব তাদের পাশে কিন্তু তিনজন মানুষ ওদের পাশে নেই।পবিত্র কর অভিযোগ করে বলেন হিন্দু রাজ্য বানানোর গবেষণাগার তৈরি করতে গিয়ে আর এস এস পরিচালিত বিজেপি সরকার মনিপুরে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।প্রায় একই কথা বলেন ক্ষেত্রে মজুর ইউনিয়নের সভাপতি ভানুলাল সাহা।তিনি বলেন সরকার ইচ্ছে করলেই এই দাঙ্গা থামাতে পারতো কারণ দাঙ্গা করেন যারা তাদের সংখ্যা কম।সমাবেশের আগে প্রচন্ড গরমের মধ্যে রাজ্য কৃষকসভা,গণমুক্তি পরিষদ ও রাজ্য ক্ষেত মজুর ইউনিয়নের এর একটি মিছিল শহর পরিক্রমা করে।সমস্ত সভাটি পরিচালনা করেন নারয়ণ দেব,অরুন সিং ও পলাশ দেববর্মা।