আগরতলা : আগরতলা শহর সহ রাজ্যের মানুষ নতুন বিনোদনের ঠিকানা পেল। রবিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু হল শহরের বুকে উইকেন্ড ট্যুরিস্ট হাব” এর।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পর্যটন দপ্তরের সচিব, অধিকর্তা সহ অনায়ন্য আধিকারিকরা।রাজধানীর রাজবাড়ীর সামনে চত্বর জুড়ে চালু হল উইকেন্ড ট্যুরিস্ট হাব-র। পর্যটন দপ্তর।এদিন আলোকমালায় সাজিয়ে তোলা হয় নতুন পর্যটনের জায়গাটি। প্রতি সপ্তাহের শনি ও রবিবার খোলা থাকবে নতুন এই পর্যটন স্থল। রবিবার আনুষ্ঠানিক ভাবে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী হাত ধরে এর উদ্বোধন হয়। এদিন অনুষ্ঠানে বিভিন্ন বয়সের সমাজের বিভিন্ন অংশের মানুষ শামিল হন। উদ্বোধনী দিনে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় নতুন পর্যটনের ঠিকানাকে কেন্দ্র করে।মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা উদ্বোধকের ভাষণে এই নতুন পর্যটন কেন্দ্রের ভুয়সি প্রশংসা করে বলেন, রাজ্যের শুধু আগামী বাইরের পর্যটকরাও আসবেন। সপ্তাহে দুইদিন সেখানে বিনোদনের প্র সোমবার থেকে লোকজন নতুন উদ্যমে নিজের কর্মস্থলে তাদের মধ্যে নতুন প্রানের সঞ্চার হবে।