প্রয়াত বাম নারী নেত্রী লিপিকা চৌধুরীকে স্মরণ করলো সংগঠন

AIDWA remembered CPIM leader Lipika Choudhary at Agartala 13

আগরতলা : প্রয়াত বাম নারী নেত্রী লিপিকা চৌধুরীকে স্মরণ করলো সংগঠন। বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অফিসে হয় স্মরণ সভা। সংগঠনের সদর মহকুমা কমিটির তরফে হয় এই শ্রদ্ধা জ্ঞাপন। উপস্থিত ছিলেন নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত, রমা দাস, ছায়া বল, মিতালী ভট্টাচার্য সহ অন্যরা। সকলে প্রয়াতের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান। সংগঠনের সদর মহকুমা সম্পাদিকা মিতালী ভট্টাচার্য বলেন, বর্তমান সময়ে দেশে ও রাজ্যে যে অন্ধকার নেমে এসেছে, সমস্ত দিক দিয়ে মানুষ আক্রান্ত। এই আক্রমণের বিরুদ্ধে প্রত্যেককে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে হবে। উল্লেখ্য চলতি মাসের ১১ তারিখ প্রয়াত হয়েছেন বাম নারী সংগঠনের নেত্রী লিপিকা চৌধুরী। মাত্র ৫২ বছর বয়সে তিনি প্রয়াত হন। প্রায় ১ বছর ধরে অসুস্থ ছিলেন লিপিকা চৌধুরী। রাজ্য ও বহিঃরাজ্যে চিকিৎসা করিয়েছেন। কিন্তু শেষ রক্ষা হল না। বাম ছাত্র যুব সংগঠনের মধ্যদিয়ে রাজনীতিতে প্রবেশ। বাম নারী সংগঠনের সক্রিয় কর্মীও ছিলেন।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র