তুলসীবতি স্কুলের সামনে হতে যাচ্ছে মায়ের গমন অনুষ্ঠান

Higher officials of AMC DM West and state administration visit Royal Palace for re routing of Mayer Gomon Carnival 5

আগরতলা : রাজধানীর সিটি সেন্টার নয়, এবার মায়ের গমন অনুষ্ঠানের স্থান পরিবর্তন হতে চলছে। সম্ভবত তুলসীবতি স্কুলের সামনে হতে যাচ্ছে মায়ের গমন অনুষ্ঠান। বৃহস্পতিবার মায়ের গমন অনুষ্ঠানের জন্য জায়গা ঘুরে দেখলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী , কমিশনার শৈলেশ কুমার যাদব, পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা। সম্প্রতি মায়ের গমন অনুষ্ঠানকে সামনে রেখে প্রস্তুতি বৈঠক হয়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী সিটি সেন্টারের সামনের পরিবর্তে তুলসিবতী স্কুলের সামনে মায়ের গমন অনুষ্ঠান করার প্রস্তাব দেন। সেই প্রস্তাব মতো মায়ের গমন অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার তারা তুলসিবতী স্কুলের সামনের জায়গা সরেজমিনে ঘুরে দেখেন। পরে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী জানান সিটি সেন্টারের সামনের রাস্তা প্রশস্ত কম তাই তুলসিবতী স্কুলের সামনে মায়ের গমন অনুষ্ঠান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২২ সেপ্টেম্বর বিকালে সকল ক্লাব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হবে। সেই বৈঠকে মায়ের গমন অনুষ্ঠান কোন জায়গায় করা হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Related posts

CM directs timely completion of road, drain works in Agartala

৬০ শতাংশ বৈধ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দেন না–বিদ্যুৎমন্ত্রী

আগরতলা- সানওয়াল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন চালু হল রবিবার