এগিয়ে চলো সংঘকে পরাজিত করে সুপারের দৌড়ে টিকে রইলো লালবাহাদুর ক্লাব

আগরতলা : টি এফ এ পরিচালিত শ্যাম সুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন ক্লাব লিগ ফুটবল আসরে লিগে টিকে থাকার মরা-বাচার লড়াইয়ে এগিয়ে চলো সংঘকে পরাজিত করে সুপারের দৌড়ে টিকে রইলো লালবাহাদুর ক্লাব। বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে লিগে টানা ৫ ম্যাচে অপরাজিত এগিয়ে চলো সংঘ খেলতে নামে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে থাকা লালবাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে। ম্যাচটি ২-০ গোলে এগিয়ে চলো-কে পরাজিত করে চমক দেয় লালবাহাদুর। এদিনের ম্যাচে জয়ের ফলে লালবাহাদুর ক্লাব সংগ্রহ করে ৬ ম্যাচে ১০ পয়েন্ট। অন্যদিকে ষষ্ঠ ম্যাচে এসে লিগে প্রথম পরাজয়ের সম্মুখীন হয় এগিয়ে চলো সংঘ। এদিনের ম্যাচে নামার আগে লালবাহাদুর ব্যায়ামাগার রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে ৩-২ ও ব্লাডমাউথ ক্লাবের বিরুদ্বে ২-০ গোলে পরাজিত হয়ে সুপারের দৌড়ে পিছিয়ে পরেছিলো। টানা ২ ম্যাচ পরাজিত হওয়ার পর অবশেষে এগিয়ে চলো সংঘকে পরাজিত করে জয়ে ফিরলো লালবাহাদুর ব্যায়ামাগার। ম্যাচে লালবাহাদুর ক্লাবের হয়ে জোড়া গোল করে খেলার ২২ ও ৩৫ মিনিটে লাল বিয়াক মুয়ানা। লিগে লালবাহাদুর ক্লাবের পরবর্তী ৩ টি ম্যাচে খেলতে নামবে নাইন বুলেট ক্লাব, ফরওয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের। এদিনের ম্যাচে নামার আগে লালবাহাদুর ক্লাবের সংগ্রহে ছিলো ৫ ম্যাচে ৭ পয়েন্ট। ফলে এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে জয় প্রয়োজন ছিলো লালবাহাদুর ক্লাবের।

ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় লালবাহাদুর ক্লাবের ফুটবলার লানরিন এইচ লুয়া। ফুটবলারের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের প্রাক্তন ফুটবলার তথা প্রাক্তন রেফারি সুব্রত রায়।

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে