মেয়রের উপস্থিতিতে আগরতলা পুর নিগমের বৈঠক

আগরতলা : স্বচ্ছতা-ই সেবা ও আসন্ন শারদোৎসব নিয়ে আগরতলা পুর নিগমের বৈঠক।শুক্রবার আগরতলা পুর নিগমের বিশেষ বৈঠকহয় এসব বিষয় নিয়ে। রাজধানীর সিটি সেন্টারস্থিত পুর নিগমের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে হয় সভা। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব সহ আগরতলা পুর নিগমের সকল কর্পোরেটর ও আধিকারিকরা। এদিন একাধিক বিষয় নিয়ে এই সভায় আলোচনা হয়। পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান স্বচ্ছতাই সেবা এবং শারদ সম্মানের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও শারদ সম্মান দেবে বিভিন্ন থিমের উপরে পূজা উদ্যোক্তাদের। তিনি জানান এ জন্য কমিটি গঠন করা হয়েছে।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে