সদস্য পদ অভিযানের গতি জোরদার করতে বিজেপি কার্যকর্তাদের আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী

আগরতলা : ভারতীয় জনতা পার্টির সদস্য পদ অভিযানের লক্ষ্য পূরণের জন্য আরো নিবেদিতভাবে কাজ করতে হবে দলীয় কার্যকর্তাদের। সদস্য পদের জন্য যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেটা পূরণ করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় ৮ টাউন বড়দোয়ালি মন্ডলে আয়োজিত সদস্য পদ অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে এই আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সদস্য পদ অভিযান শুরু করেছিলেন, যেটা রাজ্যে গত ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল। ২০১৭ সালে আমাকে রাজ্যে সদস্য পদ অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন আমাকে টার্গেট সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং আমি অনুমান করেছি আনুমানিক ৩ লক্ষ হতে পারে। আর এই কাজটা আমার জন্য একটি চ্যালেঞ্জিং ছিল। এজন্য আমরা রাজ্য এবং বুথ উভয় স্তরে অনেক কমিটি গঠন করেছি। আমি এই কাজকে গুরুত্ব সহকারে নিই এবং ২০১৭ সালে ৬ লক্ষেরও অধিক সদস্য নথিভুক্ত করেছি। যদি কিছু করার ইচ্ছা এবং দৃঢ় সংকল্প থাকে তবে সবকিছুই করা সম্ভব।

মুখ্যমন্ত্রী আরো বলেন, সিপিএম এবং কংগ্রেস এখন তাদের পার্টি অফিস থেকে বেরিয়ে আসছে। সদস্য পদ অভিযানকে আমাদের খুবই গুরুত্ব সহকারে নিতে হবে। এখন পর্যন্ত প্রায় ৪ কোটি সদস্য নথিভুক্ত করা হয়েছে। আর ত্রিপুরায় মাত্র দুই সপ্তাহে ৩.৬০ লক্ষ সদস্য যুক্ত হয়েছেন। ৫টি মন্ডলে আমরা সদস্য নথিভুক্ত করতে পেরেছি। একে আরো এগিয়ে নিয়ে যেতে আমাদের অবশ্যই একটি বিশেষ অভিযান করতে হবে। আমাদের লক্ষ্য ১২ লক্ষ সদস্যপদ পূরণ।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র