আগরতলা : রাজধানীর নেতাজী রোড এলাকায় রয়েছে বহু পুরনো শিক্ষা প্রতিষ্ঠান সখী চরণ বিদ্যানিকেতন। এই বিদ্যালয়ের মূল ফটকের সামনে প্রতিদিন যানবাহন থেকে পণ্য সামগ্রী উঠানামা করা হয়।এতে যানজটের সৃষ্টি হয়। অভিযোগ এতে বিদ্যালয়ে যাতায়াতে সমস্যায় পড়েন পড়ুয়া সহ শিক্ষক- শিক্ষিকারা। অভিযোগ বহুদিন ধরে এই সমস্যায় ভুগছেন তারা। ট্রাফিক পুলিস থাকলেও সেদিকে কোন নজর দেন না বলেও অভিযোগ। অবশেষে বাধ্য হয়ে মঙ্গলবার বিদ্যালয়ের পড়ুয়ারা স্কুলের সামনে সড়ক অবরোধ করেন। ছাত্র- ছাত্রীদের অবরোধের খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন ট্রাফিক আধিকারিকরা। তারা কথা বলেন পড়ুয়া সহ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে। আশ্বাস দেন বুধবার থেকে যাতে যানজট এর সৃষ্টি না হয় তা তারা দেখবেন। ট্রাফিক কর্মীদের আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেন পড়ুয়ারা।