পার্শ্বব্রতী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ বন্ধের দাবিতে বিক্ষোভ

আগরতলা : পার্শ্বব্রতী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলছে বলে অভিযোগ। এসব আক্রমণ বন্ধের দাবিতে পথে নামলো ইয়ুথ ত্রিপুরা ফেডারেশন। শনিবার সংগঠনের তরফে স্মারকলিপি দেওয়া হয় আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে।বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে সরব ইয়ুথ ত্রিপুরা ফেডারেশন। শনিবার আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সহকারী হাই কমিশনারের নিকট ডেপুটেশান দেয় সংগঠন।এদিন ইয়ুথ ত্রিপুরা ফেডারেশনের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায় প্ল্যাকার্ড নিয়ে সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে। পরে সেখান থেকে এক প্রতিনিধি দল হাতে দেখা করে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে গিয়ে সহকারী হাই কমিশনারের সঙ্গে। কর্মসূচী থেকে তারা দাবি জানায় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করার। সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিরাপত্তা নিশ্চিত করে। ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের সময় বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল ভারত।

Related posts

যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয় অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন

দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা বটতলায়

রামকৃষ্ণ আশ্রম সহ বিভিন্ন জায়গায় হয় কল্পতরু উৎসব