আগরতলা : সংরক্ষণ ইস্যুতে রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সারা দেশের সঙ্গে রাজ্যেও ধরনা সংগঠিত করবে বিজেপি তপশিলি মোর্চা। একথা জানান সংগঠনের কার্যকর্তারা। তারা কংগ্রেসকে সংরক্ষণ বিরোধী বলে আখ্যা দিলেন। শনিবার সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তপশিলি মোর্চার সর্বভারতীয় নেতৃত্ব অরুণ হালদার, তপশিলি মোর্চা রাজ্য সভাপতি অরবিন্দ দাস, বিজেপি মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে অরুন হালদার অভিযোগ করেন, সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে দেশের সংবিধানের অবমাননা করেছেন এবং কংগ্রেস ক্ষমতায় এলে সংরক্ষণ তুলে দেবেন সেখানে বলেছেন। রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ। তিনি বলেন, সংরক্ষণ ব্যবস্থা কোন চাপিয়ে দেওয়া ব্যবস্থা নয়। সংরক্ষণ এটা সাংবিধানিক অধিকার। অরুন হালদার আরও বলেন, রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন প্রদেশ অফিসের সামনে ধরনা সংগঠিত হবে। ত্রিপুরায়ও হবে ধরনা। বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ের সামনে ধর্নায় তপশিলি মোর্চা সহ বিজেপি কর্মকর্তা সহ কর্মীরা অংশ নেবেন।