টিসিএর পদাধিকারীদের বুধবার আদালতে উপস্থিত থাকার নির্দেশ

আগরতলা : টি সি এর অচলাবস্থা নিরসনে হাইকোর্টে মামলা। বুধবার পিটিশনকারী দুইজন ও টি সি এর পদাধিকারীদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিল হাইকোর্ট। কয়েক দিন ধরেই অচলাবস্থা চলছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে। সম্প্রতি সংস্থার সম্পাদক ও সহ- সভাপতি সহ কয়েকজন অফিসে ঢুকতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ আক্রান্ত হন সহ- সভাপতি। এর আগে সদর মহকুমা প্রশাসন গিয়ে তালা খুলে দিতে হয় টি সি এর। এই অচলাবস্থায় লাটে উঠছে রাজ্য ক্রিকেট। তাই টিসিএ-র অচলাবস্থা কাটাতে দুই আজীবন সদস্য হাইকোর্টে পিটিশন দাখিল করেন। সোমবার উচ্চ আদালতে এই নিয়ে শুনানি হয়। সকল পক্ষের বক্তব্য শুনেন বিচারপতি। এনিয়ে জানাতে গিয়ে টিসিএ-এর সচিব, সহসভাপতি ও কোষাধ্যক্ষ-র হয়ে উচ্চ আদালতে সওয়াল যিনি করেছেন সেই আইনজীবী শঙ্কর লোধ জানান বিচারপতি সকলের বক্তব্য শুনার পর নির্দেশ দিয়েছেন টিসিএ-র সকল পদাধিকারীদের সশরীরে আদালতে উপস্থিত থাকার জন্য। যাতে করে সকলের উপস্থিতিতে সমস্যার সুরাহা বের করা যায়।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি