আগরতলা : আগরতলা সরকারি নার্সিং কলেজের পথচলা শুরু মঙ্গলবার এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন আইজিএম হাসপাতাল কমপ্লেক্সের এনআইটি বিল্ডিং-এ এর সূচনা করেন মুখ্যমন্ত্রী দা মানিক সাহা।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডাঃ দেবাশিষ বসু, দপ্তরের অধিকর্তা সহ । অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ত্রিপুরা থেকে বহিঃরাজ্য রোগী রেফারের হার আগের তুলনায় কমেছে। ডাক্তারদের সম্মান জানানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, তিনি বলেন, ২০২৩- ২৪ অর্থ বর্ষের বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রের জন্য ১৭৫৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আট জেলায় ৮ টি নেশা মুক্তি কেন্দ্র চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন করে তৈরি করা হবে উপ- স্বাস্থ্য কেন্দ্র বেশ কয়েকটি। মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, ২২-২৩ বছর চিকিৎসকদের প্রমোশন হয়নি। এখন চিকিৎসকের প্রমোশনের ব্যবস্থা করা হয়েছে। সরকার সব দিক দিয়েই চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন,পানিসাগর- কুমারঘাট কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রকে মহকুমা হাসপাতালে উন্নীত করা হয়েছে। দক্ষিণ, গোমতী, ধলাই জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার লেভেল থ্রি উদ্বোধন করা হয়েছে।