দীর্ঘবছর পরে চিকিৎসকদের প্রমোশনের ব্যবস্থা করা হয়েছে- মুখ্যমন্ত্রী

আগরতলা : আগরতলা সরকারি নার্সিং কলেজের পথচলা শুরু মঙ্গলবার এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন আইজিএম হাসপাতাল কমপ্লেক্সের এনআইটি বিল্ডিং-এ এর সূচনা করেন মুখ্যমন্ত্রী দা মানিক সাহা।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডাঃ দেবাশিষ বসু, দপ্তরের অধিকর্তা সহ । অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ত্রিপুরা থেকে বহিঃরাজ্য রোগী রেফারের হার আগের তুলনায় কমেছে। ডাক্তারদের সম্মান জানানোর ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, তিনি বলেন, ২০২৩- ২৪ অর্থ বর্ষের বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রের জন্য ১৭৫৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আট জেলায় ৮ টি নেশা মুক্তি কেন্দ্র চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন করে তৈরি করা হবে উপ- স্বাস্থ্য কেন্দ্র বেশ কয়েকটি। মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, ২২-২৩ বছর চিকিৎসকদের প্রমোশন হয়নি। এখন চিকিৎসকের প্রমোশনের ব্যবস্থা করা হয়েছে। সরকার সব দিক দিয়েই চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন,পানিসাগর- কুমারঘাট কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রকে মহকুমা হাসপাতালে উন্নীত করা হয়েছে। দক্ষিণ, গোমতী, ধলাই জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার লেভেল থ্রি উদ্বোধন করা হয়েছে।

Related posts

CM pays tribute to martyred Indian Army soldier Subhankar Bhowmik

State Govt and Tata Technologies sign MoA for upgrading ITIs

রাজ্যে আনা হল শহীদ শুভঙ্কর ভৌমিকের কফিন বন্দি মৃতদেহ