শ্রম কমিশনারের কাছে স্মারকলিপি সি আই টি ইউর

আগরতলা : দুর্গাপূজা আসন্ন। শ্রমিকদের দাবি-দাওয়া মিটিয়ে দিতে কোন উদ্যোগ নেই শ্রম দপ্তরের। আইন অনুযায়ী এখনো বহু শ্রমিক বোনাস পায়নি। শ্রম দপ্তরে বৈঠক হলেও শ্রমিকদের সমস্যার সমাধান হচ্ছে না। কারণ শ্রমিকদের সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে তদারকির যথেষ্ট অভাব রয়েছে। বুধবার একথা বললেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে। বিভিন্ন দাবি নিয়ে বুধবার শ্রম কমিশনারের কাছে গণডেপুটেশন দেয় সিআইটিইউ রাজ্য কমিটি। এদিন প্রথমে সিআইটিইউ-র পক্ষ থেকে রাজধানীতে বের হয় মিছিল। ওরিয়েন্ট চৌমুহনী থেকে মিছিল বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অফিস লেন শ্রম কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ-র রাজ্য সভাপতি মানিক দে, সমর চক্রবর্তী, তপন দাস, পাঞ্চালী ভট্টাচার্য সহ অন্যরা। মিছিল শেষে দাবি গুলি নিয়ে শ্রম কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এক প্রতিনিধি দল। এদিন শ্রমিক নেতা মানিক দে বলেন, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেলেও এগ্রেসিয়া একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে শ্রমিকদের। দ্বিতীয়ত বন্যা পরিস্থিতিতে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকারি সহযোগিতা প্রদানের ক্ষেত্রে কোন হেলদোল নেই। সরকার শুধু বক্তৃতা দিয়ে চলেছে। কোন সহযোগিতা পাচ্ছে না রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষ। তিনি রাজ্য প্রশাসনের দিকে আঙ্গুল তুলে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা নিয়ে ব্যাপক দল বাজি চলছে রাজ্যে। বিশেষ করে বিরোধী দলের মনোভাব সম্পন্নদের সহযোগিতা করা হচ্ছে না।

Related posts

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন

সমবায় ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশকে শক্তিশালী করা সম্ভব হবে: মুখ্যমন্ত্রী