বর্তমান ও আগামী প্রজন্মই রাষ্ট্র গঠনে কাজ করবে- মেয়র

আগরতলা : বর্তমান ও আগামী প্রজন্মই রাষ্ট্র গঠনে কাজ করবে। সমাজ ব্যবস্থাকে সুদৃঢ় করার কাজ তারাই করবে। তাই আগামী প্রজন্মের কাছে বিদ্যাসাগরদের মতো মহান ব্যক্তিদের সৃষ্টি সাহিত্য তুলে ধরতে হবে।শিক্ষার বিকল্প নেই। বর্তমান ও আগামী প্রজন্মের সামনে বিদ্যাসাগরকে বেশি করে তুলে ধরতে হবে। যাতে তারা এই মনীষীদের চিন্তা ভাবনাকে, নতুন সমজা রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে সহায়ক হয়। বৃহস্পতিবার ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে একথা বললেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন বিদ্যাসাগরের ২০৫ তম জন্মজয়ন্তী পালন করা হয়। বিদ্যালয় শিক্ষা ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্য ভিত্তিক অনুষ্ঠান হয় আগরতলায়।রবীন্দ্রভবনে ২ নম্বর হলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বিধায়ক দীপক মজুমদার ছাড়াও ছিলেন শিক্ষা অধিকর্তা এন সি শর্মা,রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যরা। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশ নেন।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র