উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ডায়ালিসিস পরিষেবা চালু হল হাঁপানিয়া টিএমসিতে

আগরতলা : কিডনি রোগীদের জন্য সুখবর।উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ডায়ালিসিস পরিষেবা চালু হল হাঁপানিয়া টি এম সিতে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় এটি চালু হয়েছে। ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের বৃহত্তম ডায়ালিসিস ইউনিট এটি বলে দাবি কর্তৃপক্ষের। ৩০ জন রোগীকে একসঙ্গে ডায়ালিসিস পরিসেবা দেবে তারা।এই অঞ্চলে বিশ্বমানের রেনাল কেয়ার আনার জন্য ৩০ টি হাই-এন্ড ডায়ালিসিস মেশিন, অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার এবং প্রযুক্তিগত সহায়তা নিয়ে শুক্রবার থেকে ট্রায়াল রান হিসেবে এই সুবিধাটি কাজ শুরু করেছে । শুক্র ও শনিবার বিনামূল্যে দেওয়া হয় এই পরিষেবা। ক্রনিক কিডনি রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।সারা দেশে এবং বিশেষ করে উত্তর-পূর্ব রাজ্যগুলিতে সুবিধাগুলি অপর্যাপ্ত। ত্রিপুরা মেডিক্যাল কলেজের সিইও ডক্টর স্বপন সাহা বলেন “ত্রিপুরা মেডিকেল কলেজের ডায়ালিসিস ইউনিটটি সত্যিই বিশ্বমানের যার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে৷ এই সংযোজনের ফলে ত্রিপুরা মেডিকেল কলেজ একটি ভিন্ন উচ্চতায় যাবে৷ ত্রিপুরা মেডিকেল কলেজে আমাদের অত্যাধুনিক সুবিধা বিশ্বমানের ডায়ালিসিস পরিষেবা প্রদান করবে বলে তাদের দাবি। এখানে বিশ্বমানের পরিষেবা পেতে হলে আয়ুষ্মান ভারত প্রকল্পের রোগীদের পনেরশো টাকা থেকে অন্যান্য রোগীদের ২৮০০ টাকা ব্যয় করতে হবে।

Related posts

রাজধানীতে নিজ বাড়িতে নির্মীয়মাণ শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে মৃত্যু এক ব্যক্তির

সদস্যপদ সংগ্রহে নামলো সারা ভারত কৃষকসভা

শিক্ষককে স্কুলের ভিতরে শারীরিক নিগ্রহের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি