আগরতলা : নিজেদের পেশাগত দাবি নিয়েই শুধু আন্দোলন করে না, সেবা মূলক কাজও করে থাকে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কর্মচারী- আধিকারিকরা। পূজার মুহূর্তে যাতে রাজ্যে রক্তের সংকট না হয় সেজন্য শিবির করেছে শনিবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন আগরতলা নর্থ এন্ড সাউথ রিজিয়ন এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন ত্রিপুরা। শনিবার দুই সংগঠন যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করেছে। আগরতলা প্রেস ক্লাবে হয় এই রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন ত্রিপুরা শাখার সম্পাদক সঞ্জয় দত্ত। তিনি জানান প্রতিবছর দুর্গাপূজার আগে সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবছর সংগঠন ১৩ তম রক্তদান শিবির আয়োজন করে। এই শিবিরের মূল উদ্দেশ্য হলো দুর্গাপূজার সময় রক্তের যে ঘাটতি দেখা দেয় সেটা যেন কিছুটা নিরসন করা যায়। প্রতিবছর প্রায় পঞ্চাশ থেকে ৬০ জন রক্ত দিয়ে মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে সংগঠনের পক্ষ থেকে এগিয়ে আসে। রক্তদান শিবির ঘিরে ব্যাঙ্কের কর্মচারীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।