একজন দক্ষ পুলিস অফিসার ছিলেন প্রয়াত অরিন্দম নাথ— মুখ্যমন্ত্রী

আগরতলা : রাজ্যের প্রাক্তন আই জি আইন-শৃঙ্খলা অরিন্দম নাথের প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রাক্তন পুলিস অফিসারের প্রয়াণে তিনি বলেন একজন দক্ষ পুলিশ অফিসার ছিলেন অরিন্দম নাথ। পাশাপাশি তিনি ছিলেন একজন ভালো লেখক। প্রয়াত অরিন্দম নাথের আত্মার সদগতি কামনা করেন মুখ্যমন্ত্রী।শনিবার বেঙ্গালুরুর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন পুলিস অফিসার। রাজ্যে পুলিশের একজন দক্ষ অফিসার হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন অরিন্দম নাথ। রাজ্যে যখন উগ্রবাদী সমস্যা ছিল সেই সময় অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে দায়িত্ব পালন করেছিলেন তিনি। রাজ্য পুলিশের দক্ষ অফিসার হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি লেখালেখির সাথে যুক্ত ছিলেন। অরিন্দম নাথের লেখা বেশকিছু বই প্রকাশিত হয়েছে। সম্প্রতি তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে উনাকে রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শনিবার সকালে তিনি না ফেরার দেশে পাড়ি দেন। তাঁর মৃত্যুর খবর রাজ্যে এসে পৌঁছতেই পুলিস মহলে শোকের ছায়া নেমে আসে।

Related posts

ডম্বুরে চালু হতে পারে পর্যটকদের জন্য সি প্ল্যান পরিষেবা

ক্ষুদ্র সঞ্চয় দপ্তরে ১১ জন চাকরি প্রাপকের হাতে তুলে দেওয়া হল অফার

কংগ্রেসের মাইনোরিটি ডিপার্টমেন্টের বৈঠকে আগামী কর্মসূচী নিয়ে আলোচনা