ত্রিপুরা স্পোর্ট জিনালিস্ট ক্লাবে যুক্ত হলো আরো তিন নতুন সদস্য

FB IMG 1727557581888

আগরতলা : ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের তরফে সংবর্ধিত হলেন তিনজন নতুন সদস্য। সদস্য সংখ্যা বর্ধিত হলো টি এস জে সির। যে তিনজন নতুন সদস্য ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পরিবারের সঙ্গে যুক্ত হলেন তারা হলেন অর্পণ দে, প্রণব শীল ও সুব্রত দেবনাথ। তিনজনই রাজ্যের সংবাদ জগতে অতি পরিচিত। মাঠে তো বটেই,সঙ্গে অন্যান্য সব ধরনের খবরের ক্ষেত্রে ও তাদের অবাধ বিচরণ। ২০২২ সালে টি এস জে সি তিনজনকে সদস্য পদ দিয়েছিলো।এবার আবার দুবছর কয়েকমাস পর আরো তিনজনকে নিজেদের পরিবারে শামিল করলো টি এস জে সি। আগরতলা প্রেস ক্লাবে শনিবার পড়ন্ত বিকেলে নতুন তিনজন সদস্যকে পুষ্পস্তবক, উত্তরীয় এবং স্মারক দিয়ে অভিবাদন জানানো হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি এস জে সির সভাপতি সরজু চক্রবর্তী, বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক মণিময় রায়, সহ সভাপতি সুপ্রভাত দেবনাথ,সম্পাদক অনির্বাণ দেব, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য , কার্যকরী সদস্য বিপ্লব চন্দ সহ অন্যান্যরা। টি এস জে সি পরিবারের সঙ্গে যুক্ত হয়ে তিনজন নতুন সদস্যই খুব খুশি হলেন। নতুন এই তিনজন সদস্যের প্রতি টি এস জে সির তরফ থেকে দেয়া হলো অনেক অনেক অভিনন্দন।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র