এবছর দুর্গোৎসবে বিদ্যুতের চাহিদা রাজ্যে হতে পারে ৩৯০ মেগাওয়াট—বিদ্যুৎমন্ত্রী

আগরতলা : সামনে সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তারপরেই রয়েছে দীপাবলি উৎসব। এই সময়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ নিগম বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। পুজোর দিনগুলোতে রাজ্যে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায় তার জন্য বেশ কিছু কাজ করছে বিদ্যুৎ নিগম। বিদ্যুৎ পরিবাহী লাইন সারাইয়ের কাজ প্রায় ৯৯ শতাংশ সম্পন্ন হয়ে গেছে। এবছর পূজার দিন গুলিতে রাজ্যে বিদ্যুতের চাহিদা থাকতে পারে ৩৯০ মেগাওয়াট।সোমবার বিকেলে মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান দুই একদিনের মধ্যে বাকি কাজও সম্পন্ন হয়ে যাবে।পূজোর দিন গুলিতে বিদ্যুৎ পরিষেবা ২৪ ঘন্টা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ নিগমের কর্মীদের শিফটিং ডিউটির ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী আরও জানান দূর্গা পূজার সময় বিদ্যুৎ নিগমের সকল স্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। তিনি আরও জানান রাজ্যের মোট ৮ টি বিদ্যুৎ সার্কেল রয়েছে। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে ট্রান্সফরমার পরিবর্তন করা হয়েছে। ওভারলোড কমানোর জন্য অধিক ক্ষমতাসম্পন্ন ট্রান্সফর্মার বসানো হয়েছে। দূর্গা পূজাকে সামনে রেখে বিদ্যুৎ নিগম ৪৭৫ টি ট্রান্সফর্মার মজুদ রেখেছে।মন্ত্রী জানান বন্যা চলাকালীন সময় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছে। বিদ্যুৎ কর্মীদের সম্মানার্থে তাদেরকে এককালীন অনুদান প্রদান করা হবে। ৪ হাজার ২৯৪ জন বিদ্যুৎ কর্মীকে এককালীন অনুদান দেওয়া হবে। তিনি আরও জানান ৪০০ টাকা থেকে শুরু করে ১৭০০ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস