চন্দ্র মেমোরিয়াল ফুটবলে চ্যাম্পিয়ন এগিয়ে চল সংঘ

আগরতলা : এিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যাম সুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল এ-ডিভিশন ক্লাব লিগ ফুটবল আসরের চ্যাস্পিয়ন এগিয়ে চলো সংঘ রার্নাস ব্লাড মাউথ ক্লাব।

দ্বিতীয় ম্যাচে উমাকান্ত মাঠে মুখোমুখি হয় এগিয়ে চলো সংঘ বনাম রামকৃষ্ণ ক্লাব খেলার শুরুতে উভয় দল ভালো খেলা উপহার দিলেও শেষ হাসি হাসলেন এগিয়ে চলো সংঘ এই দিনের এই দ্বিতীয় ম্যাচে এগিয়ে চলো সংঘ রামকৃষ্ণ ক্লাবকে ৪- ০ গোলে পরাজিত করে খেতাব নিজেদের নামে করে

 

 

Related posts

এনসিসির এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরের প্রায় ৫০০ ক্যাডেট অংশ গ্রহণ করে

শিশু শ্রম বন্ধে অভিযানে নেমে রাজধানীতে উদ্ধার দুই কিশোর

রাজধানীতে প্রতিবাদ কর্মসূচী ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের