মূল্যবৃদ্ধির ছ্যাকা মূর্তি পাড়ায়ও

আগরতলা : ৫ দিনের আনন্দের জন্য ৩৬০ দিনের অপেক্ষা। সার্বজনীন এই দুর্গোৎসবের শুরু হয়ে গেছে কাউন্ট-ডাউন। মাঝে আর মাত্র আড়াই মাস। উৎসব প্রেমী মানুষ এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন পুজার কয়টি দিনের জন্য।রাজধানী সহ রাজ্যের বিভিন্ন মহকুমা সদরের লাখোয়ারি পুজো বাজেটের উদ্যোক্তারা যেমন প্রস্তুতি শুরু করে দিয়েছেন তেমনি মূর্তি পাড়ায়ও ব্যস্ততা। বিভিন্ন জায়গায় দেখা গেল এই ছবি। শুধু স্থানীয় মৃত শিল্পীরাই নয়, বহিঃরাজ্যের শিল্পীদেরও এনে তৈরি করা হচ্ছে প্রতিমা। তবে এবছর আগের তুলনায় অগ্নিমুল্যের ছ্যাকা মূর্তি পাড়ায়ও। শিল্পীরা জানান, আগের চেয়ে অনেক দাম বেড়েছে প্রতিমা তৈরির সরঞ্জামেরও।অনেকেই প্রতিমার কিছু বরাত পেয়েছেন। তবে ধীরে ধীরে যে প্রতিমার বরাত বাড়বে তাই আশা করছেন মৃৎ শিল্পীরা। তবে মূর্তি তৈরির সামগ্রীর মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিমার দামও যে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে পুজার দিন যত এগুবে ততই মূর্তি পাড়ায় ব্যস্ততা বাড়বে।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল