আগরতলা : রাজধানী সহ রাজ্যের বিভিন্ন পূজা মণ্ডপ উদ্বোধনের পর এবার পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্য মন্ত্রী বিধায়ক ও সাংসদরা। শুক্রবার অষ্টমীর দিন রাজধানীর মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির পূজো মন্ডপ পরিদর্শন করেন বিধায়ক ভগবান দাস। এদিন তিনি পুজো মণ্ডপ ঘুরে দেখেন এবং সমিতির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। দুর্গা মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। পরে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস বলেন, শৃঙ্খলার মধ্য দিয়ে মায়ের পূজা করছেন মৎস্য ব্যবসায়ী সমিতি।তিনি জানান গত বছরের তুলনায় এবছর পূজার সংখ্যা বেড়ে গেছে।গ্রামাঞ্চলেও পূজার সংখ্যা বেড়েছে। সাম্প্রতিক বন্যার পরেও পূজায় মানুষের আনন্দে কোন ভাঁটা পড়েনি।পুজো উদ্যোক্তাদের পাশাপাশি দর্শনার্থীদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বন্যা পরবর্তী সময়ে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা ক্লাবের ভালো ভূমিকা ছিল বলেই কাটিয়ে উঠা গেছে।তাই পূজায় মানুষের আনন্দে কোন প্রভাব পড়েনি।