পুলিসের জালে দুই, অন্যদের খুঁজে তল্লাশি চালাচ্ছে পূর্ব আগরতলা থানা

আগরতলা : রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে মারপিটের ঘটনায় গ্রেপ্তার মূল দুই অভিযুক্ত। পূর্ব আগরতলা থানার পুলিশ দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে। শনিবার সদর মহকুমা পুলিশ আধিকারিক দেব প্রসাদ রায় জানান ১০ অক্টোবর রাত্রি বেলা স্বামী বিবেকানন্দ ময়দানে কিছু যুবকের মধ্যে ঝামেলা হয়। এক যুবককে স্বামী বিবেকানন্দ ময়দানের গ্যালারিতে মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও-র সুত্র ধরে পুলিশ তদন্তে নামে পূর্ব আগরতলা থানার পুলিশ। প্রথমে আক্রান্ত আশারুল হককে খুঁজে বের করা হয়। তারপর সে থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল সানু চৌধুরী ও রনদীপ বিশ্বাস। রাজধানীর কৃষ্ণনগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ধৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশ বাকি অভিযুক্তদের নাম জানতে পেরেছে। পুলিশ বাকি অভিযুক্তদের জালে তোলার চেষ্টা করছে। কি কারণে এই ঘটনা তা জানার চেষ্টা করছে পুলিস।

Related posts

টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো টাকারজলা দ্বাদশ

PACS to be computerized, multi-purpose PACS at Panchayat level Soon: CM

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জি আর পির জালে রাজ্য ও বহিঃরাজ্যের ৯ জন