মোবাইল ব্যবসায়ীর মৃত্যুতে মেলারমাঠ এলাকায় অন্য ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া

Photo 1729188875155

আগরতলা : চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মোবাইল ব্যবসায়ী হরি শঙ্কর সাহা।দুষ্কৃতকারীর আক্রমণে প্রয়াত প্রবীণ ব্যবসায়ীকে শেষ শ্রদ্ধা জানালেন আগরতলা মেলারমাঠের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বটতলা মহাশ্মাশানে শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত ব্যবসায়ীর। ১৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মেলারমাঠ এলাকার মোবাইল দোকানদার হরিশঙ্কর সাহার উপর আচমকা ধারালো ছুরি দিয়ে আক্রমণ করে কলেজটিলা প্রফেসার পাড়ার বাসিন্দা রাহুল রায় নামে এক যুবক। রাহুল রায়ের ছুরির আঘাতে গুরুতর ভাবে আহত হয় হরি শঙ্কর সাহা। যদিও জনতা অভিযুক্তকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিসে তুলে দেয়। পরবর্তী সময় গুরুতর আহত অবস্থায় হরিশঙ্কর সাহাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে। সেখান থেকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে প্রয়াত হন হরিশঙ্কর সাহা। জিবি হাসপাতালে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। এইদিন প্রয়াত হরি শঙ্কর সাহার মৃতদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় নিজ বাড়িতে। মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর কান্নায় ভেঙ্গে পরে পরিবারের লোকজন। তারপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবে। সেখানে প্রয়াত হরিশঙ্কর সাহাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় মেলার মাঠস্থিত প্রয়াতের দোকানের সামনে। মেলারমাঠ এলাকার সকল ব্যবসায়ীরা ফুল দিয়ে প্রয়াত হরিশঙ্কর সাহাকে শেষ শ্রদ্ধা জানান। ঘটনায় অভিযুক্ত যুবক এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

Related posts

Lease signed with IHCL to open five-Star heritage hotel at Pushpabanta Palace: CM

পর্যটন দপ্তর ও আইএইচসিএল-র মধ্যে পুষ্পবন্ত প্যালেসে বিলাসবহুল হোটেল নির্মাণের মৌ স্বাক্ষর হয়

অস্থায়ী খাবার বিক্রেতাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য নিরাপত্তা শিবির