ক্রীড়া অধিকর্তার কাছে বিভিন্ন দাবিতে স্মারকলিপি অল ত্রিপুরা হ্যান্ডবল প্লেয়ারস সংগঠনের

আগরতলা : নিজেদের বিভিন্ন দাবিতে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি অল ত্রিপুরা হ্যান্ডবল প্লেয়ারস সংগঠন। শুক্রবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল যান অফিস লেন অধিকর্তার অফিসে। তাদের প্রশ্ন হ্যান্ডবলে রাজ্যের এতো উন্নতির পরেও কেন তারা বঞ্চিত কর্মসংস্থানের ক্ষেত্রে? তাদের অভিযোগ লোক নিয়োগের জন্য ক্রীড়া দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি বের হয়েছে তাতে হ্যান্দব্লের নাম উল্লেখ নেই। প্রতিনিধি দলের দাবি রাজ্য ও জাতীয় স্তরে খেলাধুলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের যথারীতি নিয়ম মেনে চাকরির সুযোগ দেওয়া, বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার ক্ষেত্রে ৫ শতাংশ পদে রাজ্যের যোগ্যতা সম্পন্ন খেলোয়াড়দের জন্য আসন সংরক্ষিত করা হলে রাজ্যের ক্রীড়া জগতে খেলোয়াড়রা মাঠ মুখী হবে। রাজ্যের কৃতি হ্যান্ডবল খেলোয়াড়দের স্পোর্টস কাউন্সিলের পরিচালিত বিভিন্ন কোচিং সেন্টারে কোচ হিসেবে নিয়োগের ব্যাপারে হ্যান্ডবলকে প্রাধান্য দেওয়া সহ বিভিন্ন দাবি তাদের।

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে