রাজ্যপাল শহরের জল নিকাশি পাম্প গুলি পরিদর্শন করলেন

আগরতলা : কয়েক বছর আগেও সামান্য বৃষ্টিতে রাজধানীতে জল জমে জলাশয়ে পরিনত হত।তাই বর্তমান সময়ে যাতে রাজ্যবাসী এই সমস্যার সম্মুখীন না হয় এজন্য আগরতলা পুর নিগম অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত জল নিকাশি পাম্প মেশিন বসিয়েছে।সোমবার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বনমালীপুর এলাকায় পাম্প হাউস পরিদর্শনে যান। এদিন পাম্প হাউসের সবদিক খতিয়ে দেখে তিনি বলেন সবকটি পাম্প হাউসের মধ্যে এই পাম্প হাউসের সিস্টেম অত্যাধুনিক। আগরতলা পুর নিগম রাজ্যবাসীর সুরক্ষার কথা চিন্তা করে এই পাম্প হাউসের নির্মাণ করেছে। তাই বাকি পাম্প হাউস গুলিতেও আধুনিক পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেন তিনি। এদিন রাজ্যপালের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আধিকারিকরা।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে