আগরতলা : বনমালীপুর বিধানসভা কেন্দ্রে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর সামনে বিভিন্ন বিষয় তুলে ধরেন।এই রবিবার প্রধানমন্ত্রীর ১১৫ তম মন কি বাত। এদিন বনমালীপুর মন্ডলের উদ্যোগে স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতন দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী এদিন দলীয় কার্যকর্তাদের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন। পরে সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী অনেক গুলি বিষয় দেশবাসীর সামনে তুলে ধরেছেন। এদিন প্রধানমন্ত্রী অ্যানিমেশন শিল্পের কথা তুলে ধরেছেন। অ্যানিমেশনের মাধ্যমে বর্তমানে বিভিন্ন চলচ্চিত্র তৈরি করা হয়। লৌহমানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে মন কি বাট শুনেন বিজেপির নেতা- কর্মীরা।