জনজাতি পড়ুয়াদের স্কলারশিপের বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলল দপ্তর

আগরতলা : ৩১ অক্টোবরের মধ্যে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন জনজাতি পড়ুয়ারা। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে। জনজাতি পড়ুয়াদের স্কলারশিপ নিয়ে বহুদিন ধরে রাজ্যে পড়ুয়াদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অভিযোগ স্কলারশিপ না হওয়ায় জনজাতি পড়ুয়ারা সমস্যায় প্রছেন।বিভিন্ন ছাত্র সংগঠন এনিয়ে সরব হয়। তিপ্রা মথার এক বিধায়কও এনিয়ে সোচ্চার হয়েছেন সম্প্রতি। অবশেষে জনজাতি পড়ুয়াদের স্কলারশিপের বিষয়টি নিয়ে রবিবার সাংবাদিক সম্মেলন করেন দপ্তরের সচিব। তিনি জানান,২০২৪-২৫ সালের জনজাতি ছাত্র ছাত্রীদের বৃত্তির জন্য আবেদন করার সময় সীমা ৩১ অক্টোবর পর্যন্ত। তিনি বলেন সঠিক সার্টিফিকেট, ব্যাঙ্কের সাথে আঁধার লিঙ্ক ও নথিপত্র সব ঠিকঠাক ভাবে পূরণ করলেই ছাত্র ছাত্রীরা পেয়ে যাবেন বৃত্তি। এখন পর্যন্ত ৮৬ শতাংশ ছাত্রছাত্রীর বৃত্তি দেওয়া হয়েছে। তিনি আরো জানান ২০২২-২৩ সালে কিছু ছাত্র ছাত্রীদের একাউন্টে অতিরিক্ত বৃত্তি প্রদান করা হয়েছিল।তা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। সময়ও দেওয়া হবে এজন্য। সচিব জানান যেসব ছাত্রছাত্রী বৃত্তি পায়নি তাদের নিজেদের সার্টিফিকেট যাচাইয়ের পর কোন ভুলের তথ্য-র কারনে স্কলারশিপ দেওয়া হয়নি।

Related posts

বাংলা নববর্ষের দিনে মুখ্যমন্ত্রী পূজা দিলেন ত্রিপুরা সুন্দরী মন্দিরে

আধুনিক ল্যাবের উদ্বোধন হলো কৃষ্ণনগরে মেয়রের হাত ধরে

ত্রিপুরা রবীন্দ্র পরিষদের তরফে নববর্ষে অনুষ্ঠান