আগরতলা : রাজ্যের বহু ছেলে-মেয়ে খেলাধুলার ক্ষেত্রে দেশের মধ্যে সুনাম অর্জন করেছে।রাজ্য সরকার চাইছে খেলাধুলার ক্ষেত্রে রাজ্যের ছেলে -মেয়েরা যেন কোন অংশে পিছিয়ে না যায়। একটা সময় রাজ্যভিত্তিক খেলাধুলা হত শুধুমাত্র আগরতলা শহরে। বর্তমানে গ্রামীণ এলাকায় রাজ্যভিত্তিক প্রতিযোগিতা হয়।আগরতলা প্রেস ক্লাবে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়।প্রতি বছর বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে আগরতলা প্রেসক্লাব।এবছরও আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার আগরতলা প্রেসক্লাবের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের সুচনা করেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্যরা। বিভিন্ন ইভেন্টের খেলাধুলায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তাদের হাতে পুরষ্কার তুলে দেন মন্ত্রী সহ অতিথিরা।আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন সরকার খেলাধুলার উপর জোর দিয়েছে। খেলা ধুলার জন্য পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে।